নীলফামারী-৪ আসনের সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী কে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় গ্রেফতার করা ওই সাবেক এমপি কে নীলফামারীর সৈয়দপুরে আনা হচ্ছে। তিনি শনিবার রাতে ঢাকায় গ্রেফতার হন।
তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার অর্থ লেনদেন সংক্রান্ত দায়েরকৃত মামলায় তাঁর নামে ওয়ারেণ্ট জারি করা হয়। এই মামলাটি দায়ের করা হয় রংপুরে।
প্রসঙ্গত শওকত চৌধুরী সম্প্রতি জাতীয় পার্টি থেকে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখায় যোগদান করেন।