ইসমাইল হোসাইনঃ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে অভিযান পরিচালনা করে ৭ জুয়ারিকে আটক করে থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার এসআই মোঃ মিজানুর রহমান এবং সংগীয় ফোর্স এএসআই শরীফ মিয়া, এএসআই আকছির মিয়া (২০রবিবার)রাত ১১টা ২০ মিনিটের সময়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে অভিযান পরিচালনা করে তাসের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করেন।
আসামিরা হলেন, ফুলকার গ্রামের মৃত: ইন্তাজ আলীর পুত্র- তৈয়বুর (৪২) তাফির আলীর পুত্র- আরজ আলী (৫০) বালিউড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র – আব্দুল আজিজ (৪০) লামাসানিয়া গ্রামের মৃত: আব্দুল মোতালিবের পুত্র- মোঃ হোসাইন আহমদ (৪২)বালিউড়া গ্রামের মৃত: সমর আলীর পুত্র- আব্দুল আহাদ (৫১) মৃত: আব্দুল বাতেনের পুত্র-আবুল হোসেন (৪২)খালপাড় গ্রামের মৃত জহুর আলীর পুত্র- ফারুকুল ইসলাম (৪৮)
এসময় তাদের কাছ থেকে, দের তাস, জুয়ার বোর্ডে থাকা ৩,৪৯০টাকা এবং একটি পুরাতন ভাঙ্গা পাঠি সহ আটকপূর্বক গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ এর ৩/৪ রুজু করা হয়েছে। আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন জুয়ার বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক এবংএলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।