ফারুক আহমদঃ সিলেটের বিশ্বনাথে গাছকাটাকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ২৫ জুন স্হানীয় উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি (ছনখাড়ীগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন অত্র গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৮), তার স্ত্রী হালিমা বেগম (২৮) ও তার ভাই ইসকার উদ্দিন (৪৫)। তাৎক্ষনিক প্রতিবেশীরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় আজ শনিবার ২৬ জুন চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন ইসকার উদ্দিন।
(মামলা নং-২৩)। মামলায় অভিযুক্তরা হলেন একই গ্রামের গিয়াস উদ্দিন’র ছেলে শামীম (২৭), মৃত আছদ্দর আলীর ছেলে আজিজুর রহমান (৫৫), রাবেল আহমদ (৩৫) ও মৃত ইছাক আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫০)।
ঘটনার দিন শুক্রবার রাতে আজিজুর রহমানকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ।
অভিযোগ নামা থেকে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি (ছনখাড়ীগাঁও) গ্রামের ইসকার উদ্দিন পুকুরপাড় থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যান একই গ্রামের শামীম গংরা।
এতে বাঁধা প্রদান করলে সকাল ১১টায় ঘরে এসে পরিকল্পিত হামলা চালায় অভিযুক্তরা। এতে আহত হন সেলিম মিয়া, হালিমা বেগম ও ইসকার উদ্দিন। প্রথমে প্রতিবেশীরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেরণ করে।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পুলিশ পরিদর্শক সৈয়দ ফখরুল ইসলাম বলেন, আসামীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে