গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ আলামিন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্যাগে করে বহন করার সময় হাতে নাতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা ব্যবসায়ী আলামিন মিয়া (২৪) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাওড়ের ভিটা গ্রামের আক্কাস আলীর ছেলে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।