গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রভাবশালীদের হাত থেকে স্বামীর জমি রক্ষা করতে এক বিধবা নারী সংবাদ সম্মেলন করেন ।
গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবে উপজেলার পশ্চিম বাছহাটি গ্রামের মৃত আলম মিয়ার বিধবা স্ত্রী ফাতেমা বেগম সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন । এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে আয়েশা সিদ্দিকা , বৃদ্ধা শাশুড়ি আমিনা বেওয়া , প্রতিবন্ধী ননদ শাপলা বেগম ও জামাই হারুনুর রশিদ ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন , সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে সালমান ফারসী গং জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে । এমনকি পরিবারের সকলকে এলাকা ছাড়ার পাঁয়তারা করছে । এছাড়াও সামাজিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র করে আসছে, সে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট সাহায্যের বিনীত আহবান জানিয়েছে৷