সফিকুল ইসলাম রাজা, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রশিক্ষণ কারচাপায় বুলু রাণী মহন্ত (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালের দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলু রাণী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নেরর গোপালপুর গ্রামের নারায়ন চন্দ্র বর্মণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরহাট এলাকায় গাইবান্ধা- পলাশবাড়ী সড়ক সম্প্রসারণ কাজ করছিল একদল শ্রমিক। গতকাল সকাল ১০ টার দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী একটি প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে বুলু রাণীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে রাজী না হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।