মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বাংলাদেশ হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সংগঠনটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত নতুন আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেছেন, সন্ধ্যার পর থেকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতারা টেলিফোনে আলোচনা করে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন আমির হিসেবে ঘোষণা করেছেন। পরে কাউন্সিলে অনুমোদন করে নেবেন।
এদিকে, বৃহস্পতিবারেই বেলা বারটার দিকে হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। রাতে একদিকে যখন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জুনায়েদ বাবুনগরীর মৃতদেহের জানাজার প্রক্রিয়া চলছিল, তখন অন্যদিকে চলছিল সংগঠনটির নতুন আমীর নির্ধারণ করে রাতেই সে বিষয়ে ঘোষণা দেওয়ার প্রক্রিয়া।
নুরুল ইসলাম জেহাদী জানান, তারা তাড়াহুড়ো করেননি। জুনায়েদ বাবুনগরীর জানাজায় যেহেতু অনেক লোকসমাগম হয়, তাদের অবহিত করার সুযোগ নিতেই তারা দ্রুত নতুন আমির ঠিক করেছেন।