ডেস্ক রিপোর্টঃ৷ সিলেটে করোনা ভাইরাসে আরও ২জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৪৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৩ জন।
শনিবার ১২ জুন সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৫১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬২১ জন রয়েছেন।
নতুন করে আক্রন্ত ৪৬জনের মধ্যে ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
এদিকে, বিভাগে এ পর্যন্ত ২২ হাজার ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৩৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৭৫৬ জন, হবিগঞ্জের ২ হাজার ৮৩ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৫৮ জন। নতুন করে সুস্থ হওয়া ৫৩ জনেই সিলেটের বাসিন্দা।
অন্যদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৩১ জন রয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ২২৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২০৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫ ও মৌলভীবাজারের হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।