কুমিল্লার দেবীদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের কমিটি ৩ বছরের জন্য অনুমোদন। দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাবা শাহিনুর লিপি, সাধারণ সম্পাদক জনাবা শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক জনাবা আয়েশা আলী মুক্তা সহ ৪৫সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
যখন আপনি আমি নিজের সুরক্ষায় ঘরে বসে পরিবারের সাথে আনন্দঘন মূহুর্ত কাটাচ্ছি,তখন থেকেই দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের এই নেত্রীদের দেখা যায় মানুষের ঘরে ঘরে, যখন বিত্তবানরা এসি রুমে বসে কোয়ারান্টাইন উপভোগ করছে, যখন টাকার মাপে আইসিইউ ভোগ করে সুস্থ্য হতে চিকিৎসা চলছিল।
দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগ তখনই নিজের পরিবারের কথা না ভেবে মানবতার টানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ছুটেছেন প্রত্যেকটি মানুষের পাশে।
রোদ-বৃষ্টি-ঝড়ের রাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী, পথচারী রোজাদারদের দিয়েছেন ইফতার, বাঁচার আকুতি নিয়ে পড়ে থাকা অক্সিজেন সংকটে ছুটেছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে, বিনাস্বার্থে ভাসমান মানুষের খাদ্যসেবা দিয়েছেন।
দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের মানবিক নেত্রী জনাবা শাহিনুর লিপিকে সভাপতি ও শারমিন আক্তারকে সাধারণ সম্পাদক এবং আয়েশা আলী মুক্তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় দেবীদ্বারের সর্বস্তরের জনগণ সত্যিই আনন্দিত।
পরিশ্রমের মূল্যায়ন হলেই তবে কর্মীরা উৎসাহিত হবে। আশাকরি জনাবা শাহিনুর লিপি ও জনাবা শারমিন আক্তার এবং আয়েশা আলী মুক্তা আপনাদের নেতৃত্বে দেবীদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগ সারা বাংলার রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন।