ফারুক আহমদঃ সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন । একই সময়ে সুস্থ হয়েছেন ৩৭৭ জন।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সিলেট জেলায় ৪১৬ জন, সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জ জেলায় ৬৬ জন।
এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২০ জনে।
একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন আরও ৭ জন। এদের ৬ জনই সিলেট জেলার বাসিন্দা, অপরজন হবিগঞ্জের।
এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা এখন ৬৩৮ জন। সর্বোচ্চ ৫০৮ জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৫৩ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন। বর্তমানে সিলেটজুড়ে ৩৮০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।