সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ । একই সময়ে সুস্থ হয়েছেন ১৮১ জন।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮০ জন।
তারমধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮১৯, হবিগঞ্জে ৩ হাজার ৯৪১,মৌলভীবাজারে ৪ হাজার ৫৪১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ হাজার ৮৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সময়ে ১৮১ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ১৪৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৮ হাজার ৯০৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫০ জন এবং মৌলভীবাজারের ৩ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন।
এ দিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন। তারা সবাই সিলেট জেলার বান্দিা। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তে হয়ে মারা গেছেন ৫৯৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৭৭ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৫০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। এরমধ্যে সিলেটে ২৮৫, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ৪১ এবং মৌলভীবাজারে ২৯ জন।