ফারুক আহমদঃ সিলেটে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন।
যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে সিলেটে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। ইতিপূর্বে ২ জুলাই একদিনে ৩০২ জন আক্রান্ত ছিল সিলেটে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে সিলেট অঞ্চলে মোট শনাক্ত ২৭ হাজার। রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে সিলেটে বিভাগে ২ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৯৩ জনে।
মঙ্গলবার ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সাংবাদিকদের দেওয়া তথ্যে এসব নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৮৭ জন রোগীর মধ্যে ২৪৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন এবং মৌলভীবাজারের ৫৬ জন রয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২২৮ জন রয়েছেন।
বিভাগে মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪০০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৭ জন রয়েছেন।
সিলেট অঞ্চলে এ পর্যন্ত ২৪ হাজার ২১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪৪৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭ ও মৌলভীবাজারের হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।