গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এইসময়ে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৩ জন সুস্থ হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় এই রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৮ জন নিয়ে এ বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২১, হবিগঞ্জে ১ হাজার ৯৬৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর নতুন সুস্থ ১৩ জন নিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৩ জন, হবিগঞ্জে ১৬০৩ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৯ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।