পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় কোভিড- ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যুসহ নতুন ১৭৯ জন আক্রান্ত হন।
আজ ৩ আগস্ট মঙ্গলবার দুপুর-১.৩০মিঃ বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
কোভিড -১৯ করোনা ভাইরাসে মৃত্যু ব্যক্তিরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মোসা. মমতাজ বেগম (৬০) এবং কলাপাড়া উপজেলার মোসাঃ শিউলি বেগম (৪০)।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত ১৭৯ জনের মধ্যে সদর উপজেলায় ৮৭ জন, কলাপাড়া ২১ জন, গলাচিপা ৩ জন, মির্জাগঞ্জ ১৫ জন, দুমকি ৬ জন, দশমিনা ৪ জন, বাউফল ৪৩ জন আক্রান্ত হয়।
তিনি আরো বলেন, জেলায় কোভিড -১৯ করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৪৭২৯ জন, যার হার ১৬.২৪%। মোট নমুনা পরিক্ষা ২৯১১৬ এবং মোট মৃত্যু ৮৯ জন।