ডেস্ক রিপোর্টঃ দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৩৪ জনের মৃত্যু হয়েছে। ওই ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৩০ জনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ১ হাজার ৬৮৭ জনের।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৫৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
শেষ ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।