সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে । একি সময়ে সিলেট বিভাগে নতুন আরো ৭৩১ জনের আক্রান্ত শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১২ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৩৯.০৩ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৪৩.৯৭ শতাংশ, সুনামগঞ্জে ২৯.১৩ শতাংশ, হবিগঞ্জে ৩৫.০৬ শতাংশ এবং মৌলভীবাজারে ৩৩.৭০ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৭৩১ জনের মধ্যে ৪৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে।