সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরে ড.মঞ্জুশ্রী একাডেমীতে স্বরচিত গীতি কাব্য ‘মায়াবী সুরের জংকার’ ‘ভালোবাসার নহর’ উপন্যাস ‘জ্যোৎন্সার রুপালী সৈকতে’ কাব্য গ্রন্থ ‘ উচ্ছল ঝর্ণাধারা’ গীতিকাব্য ‘হ্রদনগরে খুঁজো’ গল্প ‘শুকতারার বেদনা’, ‘শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া’ সিলেটি ভাষার লোক সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে মোট ১৫ টি বই প্রদান করলেন বিশিষ্ট লেখিকা কবি সাহিত্যিক কামরুন নাহার চৌধুরী শেফালী।
আজ শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নে আকিলপুর পয়েন্ট সংলগ্ন একাডেমী কার্যালয়ে পাঠাগার’র প্রতিষ্ঠা ও চেয়ারম্যান কবি সুমন বিপ্লবের কাছে ওই বই গুলি হস্তান্তর করেন বিশিষ্ট নাট্যকার, কবি, সাহিত্যিক ও সাংবাদিক ফারুক আহমদ।
এসময় উপস্হিত ছিলেন ‘দৈনিক ইনফো বাংলা’র ‘বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি’ সাংবাদিক ফারুক আহমদ, সাংবাদিক মো. আব্দুল হালিম, একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য বিরেন্দ্র কুমার বৈদ্য, আশা ব্যাংক বাংলাদেশ এর লোন অফিসার মো. শফি, পাঠাগার পরিচালক মো. জাকির হোসেন।