ওসমানীনগরে ৭৫ বছর বয়সী বিধবা এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সেবুল মিয়া (৪০)। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার উসমানপুর এলাকার ছেলে সন্তানহীন ওই বিধবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং নিজ বাড়িতে তিনি একাই জীবন যাপন করছেন। এই সুযোগে মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বৃদ্ধা চিৎকার শুরু করলে সেবুল মিয়া তার পরনের কাপড় রেখে বিবস্ত্র অবস্থায় পালিয়ে যায়। স্থানীয়দের বিষয়টি অবগত করে নির্যাতিতা বুধবার বিকেলে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সেবুল মিয়াকে গ্রেফতার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, নির্যাতিতা বৃদ্ধাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) প্রেরণ করা হয়। আর সেবুল মিয়াকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।