সিলেটের ওসমানীনগরে সড়ক নিরাপত্তা বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও ব্র্যাক এর আয়োজনে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
৩০ মে সোমবার ১০টায় উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক জেমস জয়াব সরেন এর পরিচালনায় এবং ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নিয়ামত উল্লাহ, ব্র্যাক রোড সেফটি কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক হাসান আলী, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক।
প্রশিক্ষণে অংশ নেন খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, রহমত পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, খাদিমপুর নচিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ আলী, ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার সুপার মাও মুহাম্মদ সিকান্দার আলী, জামেয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার সুপার মাও মোঃ শিহাব উদ্দিন, খাদিমপুর কাঁঠাল খাইড় দাখিল মাদরাসার সুপার মাও এনামুল হক, চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও মোঃ আব্দুল হাই, শেখ সফর উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী রাণী দে, রাজচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা দে, নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনা বেগম,মাটিয়াখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতী রানী দেব, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী দেব, খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর লাল সেন, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ ভট্টাচার্য, চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা কর, হযরত শাহজালাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, দক্ষিণ কালনীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব আলী প্রমূখ। সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানদের মাঝে সনদ প্রদান করা হয়।