সিলেটের ওসমানীনগরে এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ ও ৮ জুন সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন সহকারী শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি নরসিংদী ডিভিশনাল কো-অর্ডিনেটর হাসান আলীর পর্যবেক্ষণে, প্রশিক্ষক সোবহান শেখ এর পরিচালনায় এবং ফিল্ড কমিউনিকেটর মোঃ শফিকুল ইসলাম সহযোগীতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি, বক্তব্য রাখেন নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনা বেগম।
প্রশিক্ষণে অংশ নেন,খুজকীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, রেবিন আক্তার নিপা, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক সুদীপ্ত কুমার রায়, খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল মিয়া, শিখা সরকার, খাদিমপুর কাঁঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক কবির আহমদ বুলবুল, মোঃ হাবিবুর রহমান, আবু তাহের মোহাম্মদ আফতাব উদ্দিন, রাজ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজ কুমার দাস, বিলকিস আক্তার, ওমরপুর জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সহকারি শিক্ষক জসিম উদ্দিন উমাইর,মোঃ আব্দুর রহিম, শেখ মুহাম্মদ সফর উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মৎ তাহেরুন নাহার, নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলি ধর, সবিতা রানী দাস, সিতা রানী সূত্রধর, খাদিমপুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের সহকারি শিক্ষক সুজলী আক্তার, ওসমানীনগর ইসলামীক একাডেমী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল ইসলাম, আব্দুর রকিব, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর চন্দ্র দেব, জলি রানী চন্দ, মাটিয়াকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী রানী দে, শান্তা রাণী নন্দী।