সিলেটের ওসমানীনগরে পরাগলপুর ও মজিদপুর জামে মসজিদে আল আমানা ফাউন্ডেশন ইউ.কে এর অর্থায়নে লাশ বহনের স্টিলের খাটিয়া ও গোসলের খাট (চৌকি) এবং একই গ্রামের দাইম উল্লাহ ও তার ভাইয়ের বাড়িতে একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৩ মে বেলা ২টায় পরাগলপুর ও মজিদপুর জামে মসজিদে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাটিয়া ও চৌকি এবং টিউবওয়েল প্রদানকালে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহ সভাপতি সমাজসেবক হাজি মোঃ মিজান আলী, বাংলাদেশ শাখা সভাপতি রোটা: আজিজুর রহমান ডালিম, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, আওলাদ আলী মাস্টার, ব্যবসায়ী নিজাম উদ্দিন, শিক্ষক জিল্লুর রহমান, মকরম আলী, মসজিদের মোতাওয়াল্লী মোঃ দবির উদ্দিন, ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল হাই । উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আওলাদ আলী, মুরব্বী আফছর আলী, ফাউন্ডেশনের সদস্য হোসাইন আলী, সাদিক মিয়া, দবির আহমদ, মোঃ জগলু মিয়া, গোলাম কিবরিয়া,সুহাদ মিয়া, সুমাদ আহমদ, তফজ্জুল হোসেন, গ্রামের মুরব্বী দাইম উল্লাহ প্রমূখ।
মসজিদে খাটিয়া ও লাশ ধোয়ার চৌকি এবং গ্রামের দাইম উল্লাহর বাড়িতে বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল প্রদান করায় আল আমানা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসি।