দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গাড়ীর চালকসহ ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সংলগ্ন ‘ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চালকসহ ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস’ এর মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে দুটো গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।