সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ^নাথ) এর সংসদ সদস্য মোকাব্বির খান এর ব্যক্তিগত নতুন পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন আদনান।
২৯ মার্চ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর ডিসিপ্লিন এন্ড প্রিভিলেজ শাখার অফিস আদেশ নং- ১১.০০.০০০০.৮০৭.১১.০০১.২০১৯ (অংশ-১)-৬৩ মোতাবেক আহমেদ কবির আদনান কে জাতীয় সংসদ সদস্য (২৩০, সিলেট-২) এর ব্যক্তিগত সহকারী পদে ০১-মার্চ-২০২২ তারিখ হতে নিয়োগ প্রদান করা হয়েছে। ওসমানীনগর-বিশ^নাথ আসনের সংসদ সদস্যের পিএস আদনান এর সাথে কোন কাজের জন্য ০১৭১২৭৮৯৫৪৫ নাম্বারে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য একই তারিখের অফিস আদেশ নং-১১.০০.০০০০.৮০৭.১১.০০১.২০১৯ (অংশ-১)-৬২ মোতাবেক মোঃ কয়েছ মিয়া কে এমপি মোকাব্বির খান এর ব্যক্তিগত সহকারী পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।