সিলেটের বিশ্বনাথে শনিবার ১১ ডিসেম্বর সকালে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি।
পৌর এলাকার কারিকোনা গ্রামের আব্দুল বারির বাড়িস্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ওই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এবছর উপজেলার ১৯৩টি কেন্দ্রে মোট ২৭ হাজার ১৮১ জন শিশুদেরকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের ২ হাজার ৯৭৪ জন শিশু খাবে নীল ক্যাপসুল এবং ২৪ হাজার ২০৭ জন শিশু খাবে লাল ক্যাপসুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (প্রশাসন-৩, কাউন্সিল অধিশাখা)’র উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।