বিশেষ ঘোষণা : গতকাল (২১ মার্চ) শায়েস্তাগঞ্জ থেকে সিলেট আসার সময় হঠাৎ সন্ধ্যা ৭ টা পর থেকে উনার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। উনার পরিবারের কেউ কোন যোগাযোগ করতে পারছেন না। যদি কোন হৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পান দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
ধন্যবাদ
আপনার একটি শেয়ার উনাকে খুঁজে পেতে সহায়ক হবে।
যোগাযোগ : মাহদি হাসান (উনার ভাগ্নে)
মোবাইল: +8801624289638