বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার ২১ আগস্ট স্হানীয় উপজেলার পনাউল্লাহ বাজারে ওই আলোচনা সভা অনুষ্টিত হয় এবং যুবদল ও সেচ্ছাসেবক দল নিঁখোজ নেতা এম ইলিয়াস আলী’র পরিবারের পক্ষে বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক দল যুবদলের ৫টি পরিবারের মধ্যে ওই অনুদান প্রদান করা হয়েছে।
সিলেট ২ আসনের সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত হন যুবদল নেতা জাকির, মনোয়ার, সেলিম ও আহত হন সেচ্ছাসেবক দল নেতা আরশ আলী ও আলকাছ আলী।
বিএনপি নেতা ছয়ফুল আলম জালালীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফখরুল ইসলাম মাষ্ঠারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা সদস্য মোহাম্মদ কাওছার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি চেরাগ আলী মেম্বার. উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজামান, যুগ্ম আহবায়ক রায়হান আহমদ, মানিক মিয়া, ছমির আলী, দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শের আলী, অলংকারি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরশ আলী, রামপাশা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী, দশঘর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মিয়া, রহিম উদ্দিন, মজম্মিল আলী, রায়হান আহমদ, মজম্মিল আলী (২), রফিক আহমদ, দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা এ কে ফটিক, আমির আলী, আবু সাঈদ, মিলাদ আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ।