সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে ৪টায় সার্বজনীন পূজা মন্ডপ বিশ্বনাথ সদর ইউনিয়নে বিশ্বনাথ পুরান বাজার, রাধাঁ গোবিন্দ নতুন বাজার, শনি মন্দির পুরান বাজার ও জানাইয়া, বিকাল ৫ টায় দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজারের কালিবাড়ি ও কালিজুড়ি, সন্ধ্যা ৭ টায় দশঘর ইউনিয়নের রাধাকৃষ্ণ, পশ্চিম পাড়া, হরিনাম সংঘ বাউসি পরিদর্শন করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও ওসমানীনগর থানার সার্কেল রফিকুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ এবছর বিশ্বনাথ উপজেলায় ২৫টি মন্ডপে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।