ফারুক আহমদ: মহামারী করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
দেশে করোনায় প্রদুর্ভাব ভয়াবহ আকার ধারন করায় সরকারের পাশাপাশি সিলেট শামসুদ্দিন হাসপাতালে জরুরি ওষুধ সামগ্রী সরবরাহ করেছেন তারা।
বুধবার ১৪ জুলাই বিকেলে আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রির কনফারেন্স হল রুমে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সিলেট চেম্বার নেতৃবৃন্দ স্ব উদ্যোগে শহীদ শামছুদ্দিন হাসপাতালে অক্সিজেন ফ্লো মিটার, সেন্ট্রাল অক্সিজেন পোর্ট এক্সটেনশন, গ্লুকো মিটার, পাল্স অক্সিমিটার, লিটম্যান স্টেথোস্কোপ, বিপি মেশিন, ইলেকট্রিক কেতলি, বি-প্যাপ মাস্ক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের নিকট ওই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স’র সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এসময় আরো উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স’র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক মো. মদাদ হোসেন, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো.আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমদ রকী, শহীদ শামসুদ্দিন হাসাপাতালের আইসিইউ ইনচার্জ ডা. এইচ আহমদ রুবেল, সিলেট চেম্বার অব কমার্স’র সচিব মো. গোলাম আক্তার ফারুকসহ প্রমুখ।