ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন মিলাদুন্নবী উদ্যাপন কমিটি উদ্যোগে শনিবার ২৩ অক্টোবর বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আহমিদয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে বৈরাগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সেলিম আহমদের পরিচালনায় র্যালী পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে চাঁনগ্রামী মাওলানা হাফিজ আব্দুল কাদির, বুরাইয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওলানা মুন্সুর আহমদ বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সদস্য লুৎফুর রহমান। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল মালিক।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা সাদ উদ্দিন, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ সৈয়দ আশরাফ, হাফিজ জাকের আলী, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, ডা. আব্দুস সালাম, মাস্টার ছমরু মিয়া, আফজাল মিয়া, মাস্টার রেজাউল করিম ও সাদ মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।