স্টাফ রিপোর্টারঃ গত ১২ ই জুলাই রোজ সোমবার বাদ জোহর আল কাপ্তান কমপ্লেক্স কিংডম পার্টি সেন্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও সংকটময় মুহূর্ত কে সামনে রেখে মোগলাবাজার ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের আংশিক ৬০০ শত কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ উপহার স্বরূপ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩য় ধাপে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন এর কারণে কর্মহীন দিনমজুর অসহায় পরিবার যখন নিজ নিজ গৃহে বন্দী টিক সেই সময়ে আর্ত মানবতার ফেরিওয়ালা মানবতার মহা আপনজন, মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ কাপ্তান হোসাইনের অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ৬০০ শত কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ উপহার স্বরূপ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত জরুরী পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ প্রমুখ।
আগামী ১৭/০৭/২০২১/ইংরেজি রোজ শনিবার থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত নগদ অর্থ বিতরণ করা হবে।
উক্ত ট্রাষ্টটি প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ সিলেটের বিভিন্ন অঞ্চলে অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের পাশে রয়েছে।