ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী আউটলেট শাখার বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর স্বানীয় লামাকাজী পয়েন্টে আউটলেট শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট শাখার এডিপি ও ম্যানেজার অপারেশন মো. জিয়াউল মাসুদ।
প্রভাষক মুফতি ইসলামুজ্জামান এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ আহমদ।
শাখার প্রজেক্ট ডিরেক্টর সাইফুল সুজনের পরিচালনায় সভায় ব্যাংক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন অফিসার ও এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আব্দুল কাইয়ুম, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা মো. আছ্ন মিয়া, বিশ্বনাথ উপজেলা জাপা’র যুগ্ন আহবায়ক ও লামাকাজী ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক একেএম দুলাল।
এসময় উপস্হিত ছিলেন সাংবাদিক ফারুক আহমদ, আমির হোসেন সাগর, বিএনপি নেতা কামরান আহমদ অপু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ, মুহিবুর রহমান, আজাদ আহমদসহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন লামাকাজী মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মঈনুল ইসলাম।