সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল কাদির,ও আল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায়, উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় হকনগর বাজার মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিশিষ্ট মুরব্বী নাছির ভুঁইয়ার সভাপতিত্বে আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বাংলাবাজার ইউনিয় পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল আমিন,আব্দুল কাদির,হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা, দোয়ারাবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া,হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওঃ আবুল হোসাইন,আনফর আলী প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন ,হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল কাদির, হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার অন্যতম উপদেষ্টা, দোয়ারাবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া, সংস্থার সভাপতি মাও,আবুল হোসেনসহ অন্যান্য স্থানীয় প্রবীণ মুরুব্বিগণ।