সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(১) আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) আ’মীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-এমপির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
এর পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল।