সিলেটেও করোনা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি।
প্রথম পর্যায়ে সিলেট জেলা, মহানগর ও সিএমএইচে ৪১ টি সেন্টারে শুরু হবে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম। এর মধ্যে ১২ উপজেলায় ২৪টি ও মহানগরে ১৩ টি ও সিএমএইচে রয়েছে ৪টি সেন্টার। টিকাদান কর্মসূচি সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পরিচালক ব্রায়েন বঙ্কিম হালদার, উপ-পরিচালক হিমাংশু লাল রায়, সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
সুত্রঃ সিলেট ভয়েস