সিলেটের বিশ্বনাথে অপরাজিতাঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের নারীদের স্হানীয় রাজনৈতিক প্রক্রিয়ার কার্যক্রম অন্তরভুক্তি করণে নাগরিক সচেতনতা কার্যক্রম ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই সচেতনতা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এনামুল হক এনামের সভাপতিত্ব ও অপরাজিতাঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়ক বেলাল আহমদ লস্কর এর পরিচালনায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফয়ছল আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, অপরাজিতাঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সদস্য ও সংরক্ষিত (৭.৯ ও নং ওয়ার্ডের) সাবেক ইউপি সদস্য রাশেদা বেগম চৌধুরী, (৪.৫ ও ৬ নং ওয়ার্ডের) ইউপি সদস্য ফাতেমা বেগম, সদস্য ইয়াছমিন বেগম, রাজিয়া বেগম, ও ছাদিকুর রহমান।
এসময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই গোপেশ চন্দ্র দাস, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর লিকন, সংরক্ষিত (৭.৮ ও নং ওয়ার্ডের) মহিলা সদস্য কাঞ্চনমালা, সাবেক সদস্য দিলারা বেগম, সমাজসেবক হাবিবুর রহমান মনু, ফাতেমা বেগম ফাতেহা ও ছালমা বেগমসহ প্রমুখ।
পরিবেশে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়।