পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম ও মগফুর হযরত আল্লামা গোলাম হোসাইন রহ: এর কবর জিয়ারত করেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মাওলানা মো. রইছ উদ্দিন।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ এর নিমন্ত্রণে কবর জিয়ারত শেষে মাদরাসা ভ্রমণ করেন তিনি।
এর পূর্বে দুপুর ১২ ঘটিকার সময় প্রয়াত সৎপুর মাদরাসার মুহাদ্দিস আল্লামা ছালিক আহমদ রহ: এর কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজ খবর নেন। দুপুর ১ ঘটিকার সময় স্হানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার মুহতামিম আব্দুল মতিন এবং দুপুর ২ ঘটিকার সময় তাঁর (ড. রইছ উদ্দিনের) পিতা মাতা এবং বিকাল ৪ ঘটিকার সময় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মুহাদ্দিস আল্লামা রইছ উদ্দিন হামজাপুরী রহ: কবর জিয়ারত করেন তিনি।
দিনব্যাপি সফরে এসময় উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামিযে ইসলামিয়া’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কায়েছুজ্জামান, চাঁদপুর বাগদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আশিকুল আরিফিন, ঢাকা মহানগর তালামিযের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম।
এসময় আরো উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন, মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রভাষক (বাংলা) মো. আলীনুর হোসেন বিপ্লব, ফতেহপুর কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নাজমুল হুদা, এলহাবাদ আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা হরমুজ আলী, ভুরকি মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা ছাদিকুর রহমান মাসুক, সৎপুর মাদরাসার শিক্ষক মাওলানা ফয়জুল হক, মাওলানা জামাল উদ্দিন, সাংবাদিক ফারুক আহমদ, ভুরকি জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক নুরী, মুহাদ্দিস আল্লামা ছালিক আহমদ রহ: এর ভাতিজা আব্দুল্লাহ আল মামুন, ছেলে হোসাইন আহমদ মাশরুর, জুনাইদ আহমদ মাশহুর, ড. রইছ উদ্দিনের বড় ভাই মো. মুনির উদ্দিন, মো. সিরাজ উদ্দিন ও ভাগনা ফয়ছল আহমদ।